Header Ads

আপনার Android ফোনের জন্য নিয়ে নিন খুব চমৎকার একটি Drawing App,, আর Drawing করে হয়ে উঠুন একজন Artist man..এবং আমার দেখা সেরা Drawing App Infinite Design.

আপনার Android ফোনের জন্য নিয়ে নিন খুব চমৎকার একটি Drawing App,, আর Drawing করে হয়ে উঠুন একজন Artist man..এবং আমার দেখা সেরা Drawing App Infinite Design.


পোস্ট এর শুরুতে সবাই আমার সালাম নিবেন,,,আসসালামুআলাইকুম,,
সবাইকে আন্তরিক ভালবাসা জানিয়ে আমার পোষ্ট শুরু করতে যাচ্ছি,,।
আজ আপনাদের মাঝে এমন একটা App নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনারা যা খুশী তাই আকঁতে পারবেন,,,।
বিশেষ করে যাদের Drawing সম্পর্কে মোটামুটি ধারনা রয়েছে আপনারা খুব সুন্দর করে App টি দিয়ে সহজেই বিভিন্ন ধরনের ছবি আকতে পারবেন,,,।
যাদের Art বা drawing সম্পর্কে কোন অভিজ্ঞা নেই আপনারা ও চর্চার মাধ্যমে Drawing করা শিখতে পারেন।
মজার বিষয় হল App টি দিয়ে আপনি স্বাধীনভাবে যে ভাবে খুশী ঠিক সে ভাবেই আপনার মনের মত করে যা খুশী তাই আকঁতে পারবেন।
App টির নাম Infinite Design
For Download this App click DOWNLOAD
প্রথমে App টির ভিতরের কিছু স্ক্রিনশট দেখে নিন।


স্ক্রিনশট গুলো নিশ্চয় অনেক ভাল লেগেছে,,, আর সেই সাথে ভাবছেন এতকিছু কি,,,।
এখানের সবকিছুই হচ্ছে এক একটা drawing
এর Tool,,
এই Tool bar গুলো দিয়েই আপনাকে ছবি আকতে হবে,,,
মনে মনে হয়তো ঠিক করে ফেলেছেন এত কিছু দিয়ে কিভাবে কি করব,, আমি বলব চিন্তার কোনু কারন নেই,,, কারন মানুষ পারেনা এমন কিছু নেই,,,। প্রথমে আমি ও খুব বিভ্রান্তিকর অনুভব করছিলাম যে কিভাবে কি করব।
ইনশাল্লাহ এখন আপনাদের দোয়াতে আমি মোটামুটি অনেক কিছুই আকঁতে পারি,,।
আমার আঁকা কিছু Drawing এক নজরে দেখে নিন,,,। এবং আজ থেকেই আঁকা শুরু করে দিন। প্রথমে একটু বিরক্তিকর লাগতে পারে,,,দৈর্য্য ধরুন অবস্যই আপনি সফল হবেন।


No comments

Powered by Blogger.