Saturday, April 21, 2018

যেভাবে ফেসবুক এ পিসির পর্দা + একাধিক ক্যামরা সহ লাইভে আসবেন

যেভাবে ফেসবুক এ পিসির পর্দা + একাধিক ক্যামরা সহ লাইভে আসবেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ফেসবুক পেজ/প্রোফাইল/গ্রুপ  এ আপনার কম্পিউটারের স্কিন বা পর্দা + একাধিক ক্যামরা সহ লাইভ করবেন।
আজকাল প্রায় দেখা যায় অনেকে ফেসবুকে লাইভ আসে। কিন্তু কম্পিউটারের স্কিন কিভাবে লাইভ করবে বা একাধিক ক্যামরার সাথে কিভাবে লাইভ করবে তা অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আমার আজকের এই টিউন।
তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি নিচের লিংকটা থেকে ‍সফটওয়্যারটি ডাউনলোড় করে নিন।
OBS Download Link : https://obsproject.com
যদি ডাউনলোড করতে না পারেন, তবে নিচের ভিডিওটি দেখুন। এবার ডাউনলোড শেষে আপনি সফটওয়্যারটি ইন্সটল করুন। ইন্সটল করার পর আপনাকে কি কি করতে হবে তা অতি সুন্দর এবং সহজ ভাবে নিচের ভিডিওতে দেখানো হয়েছে। আসলে সবকিছু তো আর লিখে বুঝানো সম্ভভ নয়।
আপনি শুধু স্টেপ বাই স্টেপ কাজ গুলো সম্পূর্ণ করুন।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
আজকে এই পর্যন্ত, পরের টিউনে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment