Header Ads

পিসির উইন্ডোজ লগইন পাসওয়ার্ড হ্যাক

পিসির লগইন পাসওয়ার্ড হ্যাক করতে চান? এমন কম্পিউটারে যা আপনি শুধু একবার অ্যাক্সেস পেয়েছেন। পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে পূর্বের পাসওয়ার্ড চাচ্ছে। এমন সময় উইন্ডোজ লগইন পাসওয়ার্ড হ্যাক করতে কি বোর্ড থেকে Win+S চেপে cmd লিখে Command Prompt এর উপরে রাইট বাটনে ক্লিক করে Run as adminstrator এ ক্লিক করতে হবে।

এরপর সাবধানে নিম্নলিখিত কমান্ডটি টাইপ করুন
net user computerusername *
এখানে computerusername এর পরিবর্তে কম্পিউটারের ব্যবহারকারী নাম ইংরেজিতে লিখতে হবে।
কমান্ডটি টাইপ করে এন্টার চাপলে Type a password for the user: আসবে। Type a password for the user: এ নতুন পাসওয়ার্ড টাইপ করে আবার এন্টারে চাপতে হবে। এরপর Retype the password to confirm: আসবে। Retype the password to confirm: এ পাসওয়ার্ডটি আবার টাইপ করে এন্টারে চাপলে The command completed successfully. দেখাবে।
কাজ শেষ, পিসির উইন্ডোজ লগইন পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে। এই ট্রিক মাইক্রোসফট এর সকল উইন্ডোজে কাজ করবে। আসা করি এই ট্রিক ব্যাবহার করে কারো ক্ষতি করবেন না। ট্রিকটি ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন আর বেশি বেশি  করে পিসি হেল্পলাইন বিডি ভিজিট করুন।

No comments

Powered by Blogger.