অনলাইন আয়ের সকল পন্থা এখন আপনার হাতের মুঠোতেই
অনলাইন আয়ের সকল পন্থা এখন আপনার হাতের মুঠোতেই
আসসালামুআলাইকুম,
আমরা অনেকেই আছি অনলাইন থেকে সহজে কীভাবে ইনকাম করা যায় সেই পথ খুজে বেড়াই, কিন্তু বাস্তবতা হলো সহজে কেউ আপনাকে টাকা দিবে না কখনোই… অনলাইনে ভালো পরিমান ইনকামের জন্য অবশ্যই আপনার ভালো ধরনের স্কিল লাগবে।
তাছাড়া আপনি স্কিল ছাড়াও কিছু কাজ করে অনলাইন থেকে অল্প কিছু পরিমান টাকা আয় করতে পারেন, কাজ গুলো বিভিন্ন ধরনের হতে পারে উদাহরন হিসবে ডাটা এন্ট্রি করে দেয়া, সার্ভে ফিলাপ করে দেয়া, অ্যাড দেখা, ভিডিও দেখা এবং সেই ভিডিও তে লাইক কমেন্ট করা। এই ধরনের অনেক কাজে অল্প পরিমান টাকা আপনি আয় করতে পারবেন…কিন্তু এই ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকা লাগবে স্কাম সাইট সম্পর্কে, অনেক সাইট আছে যারা আপনাকে দিয়ে কাজ করাবে ঠিক ই কিন্তু পেমেন্ট এর সময় তাদের খবর আর পাবেন না, এমনকি এমন অনেক সাইট আছে যারা আপনার থেকে উলটা টাকা নিবে অনেক মধুর কথা বলে কিন্তু দেখা যাবে টাকা পাওয়ার পর ই তারা হাওয়া… এরকম অনেক ঝামেলার পর ও অনেকে আছেন যারা আশা রাখেন অনলাইন থেকে ইনকাম করবেন ই। তাদের জন্যই আজকে আশার আলো দেখাতে চাই…
সেই আশার আলো আপনাদের হাতে তুলে দিতে ট্রিকবিডি টিম আপনাদের সামনে নিয়ে এলো তাদের অফিশিয়াল অনলাইন আর্নিং সম্পর্কিত আন্তর্জাতিক মানের এন্ড্রয়েড অ্যাপ “Online Earning Tool”
মূলত যেকোন দেশের মানুষই ই এই অ্যাপটির মাধ্যমে অনলাইন এ ইনকাম সম্পর্কে ধারনা নিতে পারবে
Download link ~ Online Earning Tool – Make Money From Online
স্ক্রিনশুট সমূহঃ
প্রথমত আবারো সাজেষ্ট করবো স্কিল বাড়ানোয় মনযোগ দিতে, এতে সময় বেশী লাগলেও সফলতা আসবেই। স্কিল বাড়াতেও কিছু গাইডলাইন লাগে, সেই গাইডলাইন গুলো ও আপনি এই অ্যাপ থেকে সহজেই পেতে পারেন, জানতে পারবেন লেটেষ্ট কোন কোন বিষয়ে স্কিল থাকলে আপনার সফলতার সম্ভাবনা বেড়ে যাবে এবং কোথা থেকে আপনি এই স্কিল গুলো পাবেন সেই ব্যাপারে ও ধারনা পাবেন।
তাছাড়া স্কিল বাড়ানো ছাড়াও অন্য যে কাজ গুলো আছে সেগুলার বিশ্বাসযোগ্য সূত্র পেতে ও অ্যাপটি আপনাকে সাহায্য করবে যেন প্রতারণার হাত থেকে আপনি বেচে থাকতে পারেন। যেকোন ধরনের লেটেষ্ট অনলাইন আর্নিং টিপস ও আপনারা নটিফিকেশন আকারে ফোনে পাবেন,যা অনলাইন আর্নিং সম্পর্কে আপনাকে আপডেটেড রাখতে সহায়তা করবে। অ্যাপটিকে ইন্টারন্যাশনাল ইউজার ফ্রেন্ডলী হিসেবে তৈরী করা হচ্ছে, সুতরাং পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করবে এবং একটা ইন্টারন্যশনাল অনলাইন আর্নিং কমিউনিটি তৈরী হবে।
অ্যাপ টা ডাওনলোড এর পর রিভিও দিয়ে আসতে ভুলবেন না, সাথে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে অনলাইন থেকে ইনকাম এর সুযোগ করে দিতে ও ভুলবেন না
No comments