Header Ads

এখন যেকোনো samsung phone ফ্লাশ করুন নিজে।[PC Required]

এখন যেকোনো samsung phone ফ্লাশ করুন নিজে।[PC Required]

আসসালামু আলাইকুম

আজকে আমি দেখাব কীভাবে আপনারা নিজেরাই নিজেদের স্যামসাঙ ফোন ফ্লাশ করবেন।বিভিন্ন সফটওয়্যারগত সমস্যায় ফোন কিংবা রম দিতে গিয়ে ফোন ব্রিক হয়।এতে করে দোকান থেকে ফ্লাশ করাতে গেলে অনেক টাকা খরচ হয়।সুতরাং এখন থেকে এই সমস্যায় পড়তে হবে না।

Required things:

  • Firmware of device (Phone/Device software)
  • Samsung Usb driver
  • Odin for flash

নিচে এদের ডাউনলোড লিংক দেওয়া হল:

Firmware:
download
Samsung Usb driver:
download
Odin:
download

এখন ফ্লাশ দেওয়ার পদ্ধতি:

  • প্রথমে আপনার ফোনটিকে ডাউনলোড মোডে নিতে হবে।এর জন্য নিচের ss ফলো করুন।

  • এরপর আপনার ফোনের মডেল অনুসারে উপরের লিংক হতে  firmware ডাউনলোড করুন।
  • এখন তা এক্সট্রাক্ট করুন।
  • এরপর usb driver ও  odin ইন্সটল করুন।
  • এরপর  পিসির সাথে usb cable দ্বারা সংযোগ দিন।
  • odin application টি ওপেন করুন।

  • এবার ss এর মতো করে PDA সিলেক্ট করে এক্সট্রাক্টকৃত firmware এর file  টি দিয়ে start এ ক্লিক করুন।

বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখুন:

No comments

Powered by Blogger.