Header Ads

যে ভাবে ZIP File ডাউনলোড না করেই Unzip করবেন এবং যে কোন ফাইল Extract ও Download করবেন। [With Screenshot]

[Mega Post] যে ভাবে ZIP File ডাউনলোড না করেই Unzip করবেন এবং যে কোন ফাইল Extract ও Download করবেন। [With Screenshot]






Intro….!!!


বন্ধুরা আজ আমি দেখাবো যে ভাবে Zip ফাইল ডাউনলোড না করে Extract করে আপনার দরকারি ফাইল ডাউনলোড করবেন।
ধরুনঃ আপনার ফোনের Stock Boot.img ফাইল টা দরকার। এজন্য আপনাকে ফোনের Stock ROM টি ডাউনলোড করতে হবে।কিন্তু দূঃখের বিষয় Stock ROM টি ৮০০ MB। তাহলে Boot.img ফাইলটির জন্য আপনাকে ৮০০ MB এর ফাইল ডাউনলোড করতে হচ্ছে।
আমার দেয়া ট্রিক অনুসরণ করলে আপনাকে ৮০০ MB এর zip ফাইল ডাউনলোড করতে হবে না।
আপনার Google Drive এ থাকা Zip ফাইল ডাউনলোড না করেই Extract করে প্রয়োজনীয় ফাইল টি ডাউনলোড করতে পারবেন।

    কার্যপ্রণালীঃ

    প্রথমে এই Link প্রবেশ করুন।
    Google Chrome অথবা Default Browser হলে ভাল হয়।
  1. Authorize এ ক্লিক করুন।
  2. আপনার GMail Address দিয়ে Next এ ক্লিক করুন।
  3. আপানার gmail password দিয়ে Next  এ ক্লিক করুন।
  4. Choose ZIP File from google drive এ ক্লিক করুন।
  5. যে Zip ফাইল টি Extract করতে চান। সে টি তে ক্লিক করে Select বাটন এ ক্লিক করুন।

  6. কিছুক্ষণ প্রোসেসিং হবে। প্রোসেসিং শেষ হওয়ার পর নিচের মত দেখতে পাবেন। এখন আপনি যে এক বা একাধিক ফাইল ডাউনলোড করতে চান, সে টি তে টিক চিহ্ন দিন।
  7. এবার উপরে স্ক্রোল করে Extract Now তে ক্লিক করুন।

  8. কিছুক্ষণ প্রোসেসিং হবে। প্রোসেসিং শেষ হওয়ার পর নিচের মত দেখতে পাবেন।
  9. এখন View extracted files এ ক্লিক করুন।

  10. এখন Google Drive এ Redirection হবে। আপনার Extract করা Zip ফাইলের নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। ঐ ফোল্ডারের ভিতরে আপানার Extract করা ফাইল টা পাবেন। ঐ টা তে ক্লিক করুন।
  11. এবার ডাউনলোড আইকন এ ক্লিক করুন।

  12. আপনার Extract করা ফাইল টি ডাউনলোড শুরু হবে।

    অবশেষে ডাউনলোড না করেই আপনার প্রয়োজনীয় ফাইল পেয়ে যাবেন

No comments

Powered by Blogger.