গেমস ওয়ার্ল্ড [পর্ব-০২] :: Ride To Hell: Retribution
গেমস ওয়ার্ল্ড [পর্ব-০২] :: Ride To Hell: Retribution
পিসি হেল্পলাইন বাংলাদেশের সকল ইউজারকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউন বা পোস্ট শুরু করছি । আপনাদের একটি খুশির খবর জানাচ্ছি , এখন থেকে আপনারা টেকটিউনস এবং টিউনারপেজের গেমিং চেইন টিউন গেমস ওয়ার্ল্ডকে আপনাদের ও আমারও প্রিয় ওয়েবসাইট পিসি হেল্পলাইন বাংলাদেশে দেখতে পাবেন ।
Ride to Hell: Retribution হচ্ছে নতুন অ্যাকশান অ্যাডভাঞ্চার গেমস । এটি ২৫ জুনে মুক্তি পেয়েছে । ইতিমধ্যে গেমসটি আমাজন হট লিস্টে আছে ।আর গেমটি মাইক্রোসফট উইন্ডোজ , প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ এ চলবে ।
গেমসের ঘটনা ও তথ্য
- প্রথমে দেখা যাবে একজন ব্যাক্তি ভিয়েতনাম থেকে ফিরেছে । যে অনেক সমস্যার মুখোমুখি হবে । আর প্রথমেই বলে রাখা ভালো যে গেমটি ওয়েস্টান ঘটনা নিয়ে বানানো হয়েছে । ঘটনাটি ১৯৬০ এর দিকের । আর মজার বিষয় হল গেমটি অনেকটা জিটিএ সিরিজের মত । মানে গাড়ি চালানো যাবে । সঙ্গে মারামারি গোলাগুলি তো আছে । আর এই গেমটির নির্মাতা হছে ডীপ সিলভার । গেমটিতে কিছু অপ্রত্যাশিত জিনিস রয়েছে যার কারনে গেমটি ১৬ বছরের নিচে কেউ খেলা উচিত নয় । মূলত মজার হওয়ায় জন্য গেমটি সবার খেলা উচিত । আর গেমটি জি টি এ ৫ মুক্তির আগে আমাদের জিটিএ এর বিকল্প হবে গেমটি ।
- চলুন গেমটির ট্রেইলার দেখে আসি
No comments